মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী প্রকৌশলী মোঃ ইয়াফেস ওসমান বলেন, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ঋণ কখনো শোধ করতে পারবে না এই জাতি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তাঁর ডাকে সাড়া দিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি। ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা।
রোববার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা শহীদ স্মৃতি স্তম্ভ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেতিয়ার শহীদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি মোঃ জিয়াউল হক জিবু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুর রবের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস, মোঃ আবদুল গফুর, পেয়ার আহমেদ মজুমদার, নুর মোহাম্মদসহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
এমআই