বুধবার, জানুয়ারী ১৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
১৩ জানুয়ারী মাগুরা জেলা ডেন্টাল সার্জন"স ফোরাম মাগুরা জেলাস্হ আসাদুজ্জামান অডিটোরিয়ামে দিনব্যাপী সাইন্টিফিক সেমিনারের আয়োজন করে ও পরবর্তিতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, মাগুরা শাখা কমিটির আত্মপ্রকাশ হয়।
বৃহত খুলনা বিভাগের খুলনা, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট সহ সারা বাংলাদেশ থেকে প্রায় তিনশতাধিক ডেন্টাল চিকিৎসকের উপস্হিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহজ্ব এড: সাইফুজ্জামান শিখর বলেন, দেশে আন্তর্জাতিক সমমানের চিকিৎসক থাকলেও কেন রোগীদের একটি বড় অংশ চিকিৎসার জন্য দেশের বাইরে যায় সেটা জানা জরুরী, তিনি মাগুরা জেলাতে এধরনের বড় আয়োজনে সভাপতি ডা: সুশান্ত কুমার বিশ্বাস ও ডা: আসাফুজ্জোহা রাজ সহ সকল সদস্যকে সাধুবাদ জানান।
প্রধান বক্তা ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহা সচিব অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল নব গঠিত বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, মাগুরা শাখার সকল সদস্যকে অভিনন্দন জানান।
সংগঠনের জৈষ্ঠ সহসভাপতি ডা: আসাফুজ্জোহা রাজ বলেন, চিকিৎসা শাখাই একমাত্র ডেন্টাল চিকিৎসার আওতায় রোগীদের আর এখন দেশের বাইরে যাওয়ার কথা ভাবতে হয়না, এই সুনাম ধরে রাখতে মাগুরা জেলাকে হাতুড়ে চিকিৎসক মুক্ত করতে সবাইকে সচেতন হতে আহ্বান জানান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ডা: খন্দকার ইমানুজ্জামান ইমন।
সভাপতি ডা: সুশান্ত কুমার বিশ্বাস উপস্থিত সকল চিকিৎসককে অফুরন্ত ধন্যবাদ জানান ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল মেডিপ্লাস ।
এমআই