বুধবার, জানুয়ারী ১৮, ২০২৩
নিজস্ব প্রতিবদক:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আবুল হোসেন হত্যার ঘটনায় তার স্ত্রীর পরকীয়া প্রেমিক সাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুরে গ্রেফতারকৃত সাবুল মিয়াকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সিলেটের ওসমানীনগর এলাকায় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন গত ২১ অক্টোবর নিখোঁজ হন। এ ঘটনার ২৪ দিন পর গত ১৫ নভেম্বর রোয়া হাওড় এলাকার জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার আপন ভাই আলী হোসেন, স্ত্রী সবতুন বেগম এবং স্ত্রীর পরকীয়া প্রেমিক সাবুল মিয়াসহ আট থেকে নয়জন আবুল হোসেনকে পিটিয়ে হত্যা করেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী সবতুন বেগম এবং তার ভাই আলী হোসেনকে গ্রেফতার করে পুলিশ। নিহতের স্ত্রী গত ৮ ডিসেম্বর গ্রেফতারের পর সুনামগঞ্জ আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
এ বিষয়ে ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, স্বামী হত্যার দায় স্বীকার করে নিহতের স্ত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়া এ হত্যাকাণ্ডের প্রধান সহযোগীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
/আইপি