সময় জার্নাল রিপোর্ট : সারা দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে মৃত্যু কিছুটা কমেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৭ জনের।
এনিয়ে করোনায় মোট মৃত্যু হলো ১১ হাজার ১৫০ জন। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৬ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ৩৭৯ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ২২ হাজার ৫৩৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৮৭৩ জন।
সময় জার্নাল/আরইউ