মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৪ বছর ধরে আমাদের বুকের উপর একটা বড় পাথর বসে আছে। বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বেড়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। কিন্তু সেই তুলনায মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি। এই অবস্থা হতে দেশের মানুষকে মুক্তি দিতে সরকারকে সময় থাকতে ক্ষমতা থেকে সড়ে দাঁড়ানোর আহবান জানান তিনি। অন্যথায় পালানোর পথে পাবে না বলে জানান।
শুক্রবার (২০ জানুয়ারী-২০২৩) বিকেলে ঢাকা হতে সৈয়দপুর হয়ে নিজ জন্মভূমি ঠাকুরগাঁও যাওয়ার পথে চিরিরবন্দর উপজেলা রাণীরবন্দরে স্থানীয় বিএনপি আয়োজিত তাঁকে দেয়া সংবর্ধনা ও পথসভায় উপস্থিত নেতাকর্মীদের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, চিরি বন্দর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঞা প্রমূখ।
অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনসহ জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মী, খানসামা ও চিরিরবন্দর উপজেলা বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমআই