নিজস্ব প্রতিবেদক:
কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশে অনুষ্ঠিত হলো কালচারাল ডাইভারসিটি ডে এন্ড উইন্টার ফেস্ট। যাতে তুলে ধরা হয় বিভিন্ন দেশের সংস্কৃতিক বৈচিত্র্য।
নানা আয়োজনে শনিবার (২১ জানুয়ারি) কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের সিনিয়ার ক্যাম্পাসে সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে আয়োজন।
অনুষ্ঠানে পুরোদিনই তুলে ধরা হয় বিভিন্ন দেশের সংস্কৃতি। যাতে অংশগ্রহন করে ভারত, পাকিস্তান, নেপাল, ব্রাজিল, ওমান, শ্রীলংকা, তুর্কি, অসট্রলিয়াসহ বিভিন্ন দেশ।
বেলা ১২টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুটা ছিল বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যেমে। এরপর একেএকে বিভিন্ন নাচ-গানের মধ্যে দিয়ে তুলে ধরা হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ব্রাজিলসহ দেশসমূহের সাংস্কৃতিক বৈচিত্র্য।