মো. নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের নিজস্ব অর্থায়নে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে পৌরসভার ১, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে প্রায় শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্ব-স্ব ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পেয়াজ, সেমাই, চিনি, মুরি ইত্যাদি।
রুবেল ভাট জানান, সোমবার তিনটি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তার নিজস্ব অর্থায়নে পৌর সভার ৯টি ওয়ার্ডের প্রায় এক হাজার দরিদ্র লোকের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
সময় জার্নাল/এমআই