সময় জার্নাল প্রতিবেদক :
দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২০২১-২০২৩ মেয়াদেও পরিচালক নির্বাচিত হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার।
এ নিয়ে টানা তৃতীয়বার এ পদে নির্বাচিত হলেন তিনি।
এরআগে, এফবিসিসিআইয়ের ২০১৭-২০১৯ সেশনের নির্বাচনে অংশগ্রহণ করতে শমী কায়সারকে এই মনোনয়ন দেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব)। সংগঠনটিতে ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সদস্য তিনি, প্রতিষ্ঠানটির সদস্য আইডি-১৬৯। ই-ক্যাব ২০১৪ সালের অক্টোবরে এফবিসিসিআইয়ের সদস্যপদ পায়।
এছাড়া শমী কায়সার দৈনিক প্রথম কথা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সময় জার্নাল/ইএইচ