মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা “এ্যাড্রা’র” সহায়তায় 'Cold Wave Emergency Response Project' এর মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত বুধবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ জানুয়ারী-২০২৩) জেলার ফুলবাড়ী ও বোচাগঞ্জ উপজেলার পৃথক দু’টি স্থানে মোট ১১২৭ জন শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল এবং ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রীর পিএস মোঃ আফসার আলী, কাকদোয়ার ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ্যাড্রা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড্রা’র প্রোগ্রাম অফিসার মি. ভিক্টর বৈদ্য, এসিস্টেন্ট লজিস্টিক অফিসার দিপন মৌয়ালী ও সুপারভাইজার তন্ময় রায়।
এমআই