সৌরভ শুভ, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ছেলেদের ২১নং হলের উদ্বোধনের আগে তালা মেরে ২৫০টি রুম দখলের ঘটনা ঘটে। এ ঘটনায় হলের প্রভোস্ট ড. তাজউদ্দিন সিকদার এবং অন্যান্য শিক্ষকের এর উপস্থিতিতে দখলকৃত হলের তালা ভেঙ্গে দখলকৃত রুম পুনরুদ্ধার করেন।
এ সময় ২১নং হল প্রভোস্ট অধ্যাপক তাজউদ্দিন বলেন, ২৮ তারিখ এলোটমেন্ট অনুযায়ী রুম নম্বরসহ বরাদ্ধ দেওয়া হবে। এরপর শিক্ষার্থীরা তাদের স্ব-স্ব রুমে উঠতে পারবে। নন এলোটেড কাউকে হলে উঠতে দেওয়া হবে না। এলোটমেন্ট প্রাপ্ত ৮০০জনকে হলে উঠতে দেওয়া হবে।
৫১ ব্যাচের হল এলোটমেন্ট সম্পর্কে তিনি বলেন, আমাদের সবগুলো হলে নতুন ব্যাচকে এলোটমেন্ট দেওয়া হবে।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে এলোটমেন্ট অনুযায়ী রুমের বরাদ্ধ দেওয়ার জন্য দাবি জানায়।