শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার আবারও শ্লীলতাহানি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন।
শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় তিনি বাদী হয়ে ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জেলা ছাত্রলীগের সাবেক গনশিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ সরকারকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত ৭ নভেম্বর হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও নারী ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার মধ্যে টিআর কাবিখার ভাগাভাগি নিয়ে অফিস ভাংচুর, মারধর, হামলা মামলার পাল্টা পাল্টি অভিযোগ উঠে। ওই সময় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার শ্লীলতাহানিসহ উপজেলা চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ে করেন।
গত বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব সংক্রান্ত বিষয়ে তদন্তে আসেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার ইব্রাহিম খান। এ সময় উপজেলা ও ভাইস চেয়ারম্যান সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।
ওই ঘটনায় শ্লীলতাহানি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলে মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার ফের শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ে করেন। সেই মামলায় শুক্রবার রাতে ছাত্রলীগ নেতা মাসুদ সরকারকে গ্রেফতার করে থানা পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম, এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাসুদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমআই