অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাব (আইএসডিসি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একরামুল হক এরফানকে সভাপতি ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মুসাররাত তাসমিয়া রহীমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আজ রবিবার (২৯ জানুয়ারি) বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল অদুদ ও মডারেটর অধ্যাপক ড.মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য নেতৃত্বের মধ্যে সহ-সভাপতি হিসেবে সোহেল রানা, মুনিয়া আক্তার যুথি,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাঈমা আক্তার রীতা,ইয়াসিন আরাফাত সবুজ, সাংগঠনিক সম্পাদক হিসেবে নূর নবী, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মেহেরুন নেসা নিদ্রা,আব্দুল মোমিন ,দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল জোবায়ের তামিম, সহ দপ্তর সম্পাদক হিসেবে মাসুম বিল্লাহ ও ফজলে রাব্বীকে নির্বাচন করা হয়েছে।
এছাড়াও কমিটিতে অর্থ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক তানজিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিকুর রহমান, লিয়াজো সম্পাদক নূসরাত জাহান সুচি,প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সাবিত,সদস্য হিসেবে সাব্বির, নেওয়াজ, আব্দুল্লাহ আল মামুন ও ইয়াসমিন মাহমুদকে নির্বাচন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি একরামুল হক এরফান বলেন,বিভাগের শিক্ষার্থীদের নিয়মিত বিতর্ক সেশন এবং বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিভাগের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে কাজ করবো।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো ফলাফল করার জন্য সর্বাত্মক চেষ্টা ও সকলের সহযোগিতা কামনা করছি।
এমআই