আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলসের হত্যার ঘটনায় অভিযুক্ত মেমফিস পুলিশের বিশেষ বাহিনী ‘স্করপিয়ন’ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই বাহিনীর পাঁচ পুলিশের বেধড়ক মারধরে গত ২৩ জানুয়ারি মৃত্যু হয় নিকোলসের।
পুলিশদের বডি ক্যামেরা থেকে পাওয়া প্রায় আধ ঘণ্টার একটি ভিডিয়ো ফুটেজ থেকে ঘটনাটি সামনে আসে। মেমফিস পুলিশ অভিযুক্ত পাঁচ পুলিশকর্মীকে গত সপ্তাহেই চাকরি থেকে বরখাস্ত করে। তাদের বিরুদ্ধে খুন ও অপহরণের মামলা দায়ের হয়।
রোববার (২৯ জানুয়ারি) মেমফিস পুলিশ জানিয়েছে, অপরাধপ্রবণ এলাকায় টহল, নজরদারি ও প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য যে বিশেষ স্করপিয়ন বাহিনী তৈরি করা হয়েছিল, সেই বাহিনী ভেঙে দেওয়া হচ্ছে।
পুলিশপ্রধান সেরেলিন ডেভিস বলেন, ‘এই বাহিনীর সব পুলিশ অফিসার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়েছেন। তাদের অন্য বাহিনীতে মোতায়েন করা হবে। অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে মামলা চলবে।’
মেমফিস পুলিশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টায়ারের পরিবারও।
এমআই