মোমেন মুনি, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার পাটুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ গৃহবধূকে বেদম প্রহারের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সকালে ওই ঘটনায় আহত ৩ গৃহবধূকে উদ্ধার করে তাদের স্বজনরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন- পাটুরিয়া দক্ষিনপাড়া গ্রামের কাজেম উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (৪২), তারেকুল ইসলামের স্ত্রী রেনুয়ারা (২৫) ও আজিনুর রহমানের স্ত্রী নার্গিস আক্তার (৩০)।
এ ছাড়া আবারো হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে ওই ৩ নারীর স্বামী ও স্বজনরা মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গতকাল সোমবার সকালে তাদের ১ মাস বয়সী এক গরুর বাছুর প্রতিবেশী সাইদুল ইসলামের আম গাছের কয়েকটি পাতা খেয়ে ফেলেছে বলে সাইদুলের পরিবারের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
এতে উভয় পক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদুলের ছেলে মঞ্জিল ইসলাম (২৫), শাকিল ইসলাম (২১), জোবেদুল আলমের ছেলে ফেরদৌস আলম (৪০) ও ফেরদৌসের ছেলে ইউসুফ আলী (১৯) ওই ৩ নারীকে লাঠি-সোটা দিয়ে বেধরক পেটাতে থাকেন। পরে তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যান।
আহত নারীদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয় বলেও জানান নির্যাতিত নারীদের স্বজনরা।
এ ব্যাপারে অভিযুক্তদের পক্ষে ফেরদৌস আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তারা মারপিটের সাথে জড়িত না হলেও তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সময় জার্নাল/এমআই