এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ শেখ (৪৫) তার স্ত্রী লাখি বেগম (৩৮) জামাতা রাকিব হোসেন (২৪) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাসুদের ছেলে আরিফ শেখ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, সোমবার বিকেলে পারিবারিক শত্রুতার জের ধরে খাউলিয়া ইউনিয়নের খাউলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
মাসুদের ছেলে আরিফ শেখ জানান, ঘটনার দিন আব্দুল গনি শেখের ছেলে সোহাগ শেখের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে তার বাবা মাসুদ শেখসহ ৩ জনকে গুরুত্বর জখম করে। এদের মধ্যে গুরুত্বর জখমী তাঁতীলীগ নেতা মাসুদ শেখের অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় সোহাগ শেখকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সময় জার্নাল/এমআই