বুধবার, ফেব্রুয়ারী ১, ২০২৩
এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৪ ফেব্রুয়ারী ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের কাঠপট্টিস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন।
এসময় অন্যান্যের মধ্যে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, গোলাম রব্বানী ভূঁইয়া রতন ও আজম খান, মাদারিপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, মহিলা দলের জেলা সভাপতি নাজনীন রহমান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন, নেতাকর্মীদের মুক্তি ও গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিসহ ১০ দফা দাবি আদায়ে ৪ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী বিভাগীয় শহরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এছাড়া কেন্দ্রীয় বিএনপি ঘোষিত এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এমআই