আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ভয়াবহ থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।
বুধবার (২৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসের পরিসংখ্যান দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৮৫৮ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩১ লাখ ৪৮ হাজার ৭৮১ জন। এ ছাড়া আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১৩৭ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯১ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৮৭ হাজার ৩৮৪ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৫৪১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৩২৪ জনের।
অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মারা গেছেন ২ লাখ ১ হাজার ১৬৫ জন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৫ লাখ ৩৪ হাজার ৩১৩ জন, রাশিয়ায় ৪৭ লাখ ৭৯ হাজার ৪২৫ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ৯ হাজার ৬৩১ জন, ইতালি ৩৯ লাখ ৮১ হাজার ৮১২ জন, তুরস্কে ৪৭ লাখ ১০ হাজার ৫৮২ জন, স্পেনে ৩৪ লাখ ৯৬ হাজার ১৩৪ জন, জার্মানি ৩৩ লাখ ২৬ হাজার ৭৭৮ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ২৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৩ হাজার ৬০৩ জন, রাশিয়ায় এক লাখ ৮ হাজার ৯৮০ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৪৫১ জন, ইতালিতে এক লাখ ১৯ হাজার ৯১২ জন, তুরস্কে ৩৯ হাজার ৫৭ জন, স্পেনে ৭৭ হাজার ৮৫৫ জন, জার্মানিতে ৮২ হাজার ৬৯৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ১৫ হাজার ১১৩ জন মারা গেছেন।
সময় জার্নাল/আরইউ