খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া কক্সবাজারের রামুতে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। এর আগে তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড লট উখিয়ারঘোনা জাদিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রদত্ত মুজিববর্ষের ঘরের উদ্ধোধন করেন।
৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের আর্যবংশ বৌদ্ধ বিহার হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কার্যক্রমে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া বলেন, এই দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আপনাদের এই আয়োজন প্রশংসার দাবীদার, তিনি অভিভাবকদের অনুরোধ জানিয়ে বলেন, আপনারা ছেলেমেয়েদের শিশুশ্রমে দিবেন না, তাদের যথাসম্ভব পড়াশোনায় নিয়োজিত রাখবেন, শিশুদের মধ্যে অনেক ধরনের প্রতিভা লুকিয়ে রয়েছে, তারা আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। আমরা যদি শিশুদের যত্ন নিয়ে শিক্ষার কাজে লাগাতে পারি তাহলে এই গ্রাম একদিন আলোকিত হবে।
আর্যবংশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ্রবোধি ভিক্ষু‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন( বাফুফে) সদস্য বিজন বড়ুয়া।
আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজারের সাবেক মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদ মুস্তফা, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, উপজেলা প্রকৌশলী মন্জুর হাসান ভুইয়া, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্ট্রের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া, ট্রাস্টী ববিতা বড়ুয়া, ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, রামু সীমা মহাবিহারের সভাপতি তরুন বড়ুয়া, মৈত্রী বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ বড়ুয়া, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাবেক সভাপতি খালেদ শহীদ, বৌদ্ধনেতা অমরবিন্দু বড়ুয়া অমল,সীপন বড়ুয়া, আজিজুল হক মেম্বার,আজিজ মেম্বার প্রমুখ। পরে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া রামু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।
সময় জার্নাল/এলআর