মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে বাবা মায়ের সঙ্গে মটরসাইকেলে পিকনিক স্পট স্বপ্নপূরীতে ঘুরতে এসে এক পিকনিক বাসের চাপায় তাহমিদ রহমান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার আফতাবগঞ্জ এলাকায় স্বপ্নপূরী সড়কে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিদ রহমান খানসামা উপজেলা তহিদুল ইসলামের ছেলে।
আফতাবগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, শনিবার সকালে বাবা, মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্বপ্নপূরীতে ঘুরতে যাচ্ছিল তাহমিদ রহমান। মোটরসাইকেলটি ইসলামপুর এলাকায় আসলে রাস্তার বালুতে পিছলে পড়ে যায়।
এসময় বীরগঞ্জ পৌর উচ্চ বিদ্যালয়ের একটি পিকনিক বাস শিশু তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ জানায়, এঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআই