স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। এদিকে ভারতের প্রস্তাব মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি মধ্যস্থতায় আনতে শনিবার বাহরাইনে অনুষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আলোচনা সভা। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ক্রীড়া গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানায়, আগামী মার্চে এশিয়া কাপের ভেন্যু নির্ধারিত হবে।
দীর্ঘ সময় পর ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। নিরাপত্তার ট্যাবু ভেঙে দেশটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলছে বিভিন্ন দল। ক্রিকেটের মেগা ইভেন্ট আয়োজনেরও দায়িত্ব পেয়েছে পিসিবি। আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুসারে ২০২৩ সালে এশিয়া কাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করার কথা পিসিবির।
তবে বিসিসিআইয়ের হস্তক্ষেপে এশিয়া কাপ আয়োজনের সেই সুযোগ হাতছাড়া হতে পারে পিসিবির।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিবৃতিতে বলা হয়, ২০২৩ এশিয়া কাপ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে কার্যনির্বাহী বোর্ড সব ব্যাপারে একমত পোষণ করেছে। আগামী মার্চে এসিসি কার্যনির্বাহী বৈঠকের পর সর্বশেষ সিদ্ধান্ত জানানো হবে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, এসিসির আলোচনা সভায় স্পষ্ট যে, পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ। পিসিবি সভাপতি নাজাম শেঠি নাকি বিসিসিআইয়ের প্রস্তাব মেনে নিয়ে নিরপেক্ষ ভেন্যু নির্ধারণের কথা জানিয়েছেন। আগামী মার্চে ফের আয়োজিত হবে এসিসির আলোচনা সভা। ক্রিকইনফো জানিয়েছে, সেখানেই চূড়ান্ত হবে এশিয়া কাপের ভেন্যু।
বিসিসিআইয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘ভারত সরকার আমাদের ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দেবে না। আমরা অন্য বোর্ডগুলোকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। সিদ্ধান্ত নেয়ার জন্য সবাই এক মাস সময় চেয়েছে। কোহলি-রোহিতদের ছাড়া কোনো টুর্নামেন্ট হলে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নেবে।’
গত বছরের অক্টোবরে বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সভা শেষে সাধারণ সম্পাদক জয় শাহ বলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশেও হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত (ভারত) সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে খেলবো।’
২০০৫-০৬ মৌসুমে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে সবশেষ পাকিস্তান সফরে যায় ভারত। সবশেষ ২০১২-১৩ মৌসুমে ভারত সফর করেছে পাকিস্তান। এরপর রাজনৈতিক বৈরিতার কারণে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। নিরপেক্ষ ভেন্যুতে কোনো টুর্নামেন্ট বাদে দেখা হয়নি দুই দলের।
সময় জার্নাল/এলআর