কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণের ১ম বর্ষপূর্তি উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের প্রঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান আলহাজ। মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে মোনাজাত পরিচালনা করেন ভারতের জৌনপুরের পীর আলহাজ্ব হযরত মাওলানা ফররুখ ছেয়ার সিদ্দিকি আল কোরাইশি। প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল। বিশেষ অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, কাশিনগর ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক, ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত সর্বস্তরের মানুষ।
/আইপি