বুধবার, ফেব্রুয়ারী ৮, ২০২৩
মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থান অর্জন করেছে ‘চৌদ্দগ্রাম মডেল কলেজ’। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার এ কলেজ থেকে ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ জন জিপিএ-৫সহ শতভাগ পাশ করেছে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো; আফসার আহমেদ, খন্দকার ওমর হাছান আব্দুল্লাহ্, মায়েদা আক্তার সুরমা ও শাহেলা তাবাসসুম অনীমা। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে তিনজনসহ অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি ফলাফলের তুলনায় এইচএসসিতে জিপিএ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতান। অভাবনীয় এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
চৌদ্দগ্রাম মডেল কলেজ পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক খন্দকার বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় বরাবরের মত এবারও এইচএসসিতে গৌরবজনক ফলাফল অর্জন করায় সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে চৌদ্দগ্রাম মডেল কলেজ। ফলাফলের এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ’। এ সময় তিনি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতানসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারে এইচএসসি পরীক্ষায় ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে পাস করেছেন ৭৭ হাজার ৯০৭ জন। পাসের হার শতকরা ৯০.৭২ শতাংশ। যা সব বোর্ডের মধ্যে সর্বোচ্চ।
সময় জার্নাল/এলআর