তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শুরু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নিল তেঁতুলিয়ার প্রাথমিক শিক্ষক সমিতির ১২ রানার।
সোমবার (১ মার্চ) বিকেল ৫টায় পিকনিক কর্নারের বেরং কমপ্লেক্স থেকে শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। ডাকবাংলো জিরো ফলক হয়ে কবি নজরুল স্মরণী, বিশ্ব কবি রবীন্দ্র স্মরণী পদক্ষিণ করে ঐতিহাসিক তেঁতুল তলায় এসে ম্যারাথন যাত্রা শেষ হয়।
ম্যারাথনে অংশ নেন প্রাথমিক শিক্ষক সমিতির তেঁতুলিয়া শাখার এরশাদ হোসেন জুলফিকার, আকরাম হোসেন জাকারিয়া, মাসুদ রানা, আতাউর রহমান মানিক, আব্দুল মজিদ, বেলাল, আনসারুল মামুন, লোকমান হোসাইন ও মোবারক হোসাইন প্রমুখ।
প্রাথমিক শিক্ষক সমিতি সাধারন সম্পাদক এরশাদ হোসেন জুলফিকার বলেন, আমরা ১২ সদস্য বিশিষ্ট একটি দল আজ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নেই। অ্যাপস ম্যারাথন রান অন করে তেঁতুলিয়া ডাকবাংলো থেকে কবি নজরুল স্মরণী, বিশ্ব কবি রবীন্দ্র স্মরণী পদক্ষিণ করে ঐতিহাসিক তেঁতুলিয়ার তেঁতুলতলায় এসে শেষ করে।
সময় জার্নাল/