আব্দুল কাইয়ুম, সাভার:
আশুলিয়ার কুখ্যাত মাদক সম্রাট মির্জা আবিদ বেগকে আনুমানিক ২১ লাখ টাকার ইয়াবা সহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা আবিদ বেগ(৪০) আশুলিয়ার পলাশবাড়ি ইউনাইটেড হাউজিং এলাকার নুরুল আলম বেগের ছেলে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আমিনুল মৃধা বলেন, মির্জা আবিদ বেগ গত ৫-৭ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বলতে গেলে সে আশুলিয়ার একজন কুখ্যাত মাদক সম্রাট। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে ৭ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজার মুল্য ২১ লাখ টাকা বা এরও বেশি। এর আগেও তার বিরুদ্ধে ৩ টি মাদক মামলা রয়েছে।
ঢাকা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, তার আরও দুই সহযোগীর খবর আমরা জেনেছি। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া মির্জা আবিদকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমআই