মো. মাইদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ফেসবুক গ্রুপ মানেই বিভিন্ন খবরাখবর দেয়া, ছবি পোস্ট, বিনোদনের খোরাক জোগাতেও দেখা যায়। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা কেন্দ্রিক ফেসবুক গ্রুপ 'আমদের রাঙ্গাবালী' এর কার্যক্রমে দেখা গেছে ভিন্নতা। উপজেলা কিংবা উপজেলার বাহিরের বিভিন্ন খবরাখবর দেয়ার পাশাপাশি সেবামূলক কাজের জানান দিচ্ছে গ্রুপটি। এরই ধারাবাহিকতায় করোনাকালীন সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার সামগ্রী ও ইদ শুভেচ্ছা উপহার বিতরণ করে ‘আমদের রাঙ্গাবালী’ গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা।
বুধবার (২৮ এপ্রিল) প্রথম ধাপে উপজেলার ছোটবাইশদিয়া ও রাঙ্গাবালী ইউনিয়নে ইফতার সামগ্রী ও ইদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আমাদের রাঙ্গাবালী গ্রুপের এডমিন, মডারেটর, স্বেচ্ছাসেবকরা।
উপজেলার ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী, বড়বাইশদিয়া, মৌডুবি ইউনিয়েনের ১০০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে উপহার।
প্রতিটি পরিবারের জন্য উপহারসামগ্রী হিসেবে রয়েছে মুড়ি, চিনি, বুট, চিড়া, তেল, সাবান, ট্যাংক, লাচ্ছা সেমাই, গুড়ো দুধ, ব্যাগ ও মাস্ক।
আমাদের রাঙ্গাবালী গ্রুপের এডমিন মো. রাজিব মিয়া বলেন, এটা আমাদের ফেসবুক গ্রুপ; 'আমাদের রাঙ্গাবালীর' ব্যানারে স্বেচ্ছাসেবীরা কাজ করে থাকে। করনাকালীন সময় বিবেচনা করে, রাঙ্গাবালীর অসহায় পরিবারগুলোকে বাড়ি-বাড়ি গিয়ে উপহারগুলো পৌছে দিচ্ছে।
আমাদের এ উদ্যোগের উদ্দেশ্য হলো, অসহায় মানুষেরা যাতে অল্প সময়ের জন্য হলেও ভালো থাকতে পারে। রাঙ্গাবালীর এবং রাঙ্গাবালীর বাহিরের সকলে এই বিছিন্ন দ্বীপবাসীদের সহায়তা করে পাশে থাকবেন, এটাই একমাত্র কাম্য আমাদের।
আমরা বিগত দিনেও অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। গত বছরের ন্যায় এবারো ইফতার সামগ্রী ও ইদ শুভেচ্ছা উপহার দিচ্ছি।
রাঙ্গাবালী উপজেলার অনলাইনভিত্তিক এ গ্রুপের এডমিন, মডারেটর, স্বেচ্ছাসেবকদের ও 'চ্যারিটি ফর আমাদের রাঙ্গাবালীর' অর্থায়নে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে আমাদের রাঙ্গাবালী গ্রুপ।
সময় জার্নাল/এমআই