দুবাই প্রতিনিধি:
ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গালফ জায়ান্টস। জেমস ভিন্সের বিধ্বংসী ইনিংসে ৪ উইকেটে এমআই এমিরেটসকে উড়িয়ে ট্রফির লড়াইয়ে টিকে আছে দলটি।
টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রান করে এমিরেটস। রান তাড়া করতে নেমে ১১ বল হাতে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গালফ। ১২ ফেব্রুয়ারি রাত বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ডেজার্টের মুখোমুখি হবে গালফ।
গালফের হয়ে ৫৬ বলে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন ভিন্স। ওপেনিংয়ে নেমে তিনি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ভিন্সের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ১টি ছয়ে। এ ছাড়া ক্রিস লিন করেন ২৪ রান। এমিরেটসের হয়ে ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও রশিদ খান।
এর আগে অধিনায়ক কিয়েরন পোলার্ডের ফিফটিতে ভর করে ১৬৮ রানের লক্ষ্য দেয় এমিরেটস। ৩৫ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন পোলার্ড। এ ছাড়া মোহাম্মদ ওয়াসিম ৩১ ও নিকোলাস পুরান করেন ২৯ রান। গালফের হয়ে ডেভিড ভিসা ও ক্রিস জর্দান নেন সর্বোচ্চ ২টি করে উইকেট।
দুর্দান্ত ইনিংস খেলা ভিন্সের হাতে ওঠে ম্যাচসেরার পুরষ্কার।
সময় জার্নাল/এলআর