জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের পর ৩৮ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতাররা সবাই বিএনপির নেতাকর্মী।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকায় সংঘর্ষের পর তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জাগো নিউজকে জানান, সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুসহ ৩৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আবারও সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময় জার্নাল/এলআর