আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার আকাশে দেখা গেছে 'অজ্ঞাত বস্তু'। যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনী শনিবার একটি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান দিয়ে বস্তুটিকে গুলি করে ভূপাতিত করে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশে দেখতে পাওয়া 'অজ্ঞাত বস্তুকে' এফ-২২ যুদ্ধবিমান দিয়ে নামিয়ে আনা হয়।
ট্রুডো বলেন, তিনি বস্তুটিকে ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেছেন।
তিনি টুইটারে বলেন, 'কানাডার বাহিনী এখন বিধ্বস্ত বস্তুটি পুনরুদ্ধা ও বিশ্লেষণ করবে।
তিনি নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডকে (এনওআরএডি) এজন্য ধন্যবাদ দেন। যুক্তরাষ্ট্র ও কানাডার বিমান প্রতিরক্ষাব্যবস্থা তদারকির দায়িত্বে থাকা এই সংস্থাটিই 'অনেক ওপরে বস্তুটি' দেখতে পায়।
বস্তুটি কী, তা জানা যায়নি। তবে চীনা একটি কথিত গোয়েন্দা বিমান গুলি করে ভূপাতিত করার পর উত্তর আমেরিকার আকাশে এসব 'অজ্ঞাত বস্তুর' সাক্ষাত পাওয়া যাচ্ছে।
চীন তাদের বেলুন ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে। তাছাড়া ওই বিমান গুপ্তচরবৃত্তি চালনা করছিল বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করে আসছে, চীন তাও অস্বীকার করে আসছে। তারা বলছে, এটি ছিল আবহাওয়াবিষয়ক বেলুন।
সময় জার্নাল/এলআর