স্পোর্টস ডেস্ক:
বিপিএলের প্লে-অফ পর্বের এলিমিনেটরে রংপুর রাইডার্সকে ১৭১ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের বরিশাল। মেহেদি হাসান মিরাজ ওপেনিংয়ে নেমেই ঝড় তুলেছিলেন, তার ঝড় ফিফটির ওপর ভর করেই রংপুরকে শক্তিশালী টার্গেট ছুঁড়ে দিয়েছে বরিশাল।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে এলিমিনেটরে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। টস জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
ব্যাটিংয়ে শুরু থেকেই আজ চমক দিয়েছে বরিশাল। আন্দ্রে ফ্লেচারের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন মিরাজ। শুরু থেকেই ঝড়ো ব্যাটিংয়ে দলের রানের গতি বাড়ান মিরাজ। তার তুলনায় অনেকটা শান্ত ছিলেন ফ্লেচার। প্লে-অফ পর্বের জন্য এই ক্যারিবিয়ানকে উড়িয়ে আনলেও নামের প্রতি সুবিচার করতে পারেনি সে। ১৬ বল খেলে ১২ রান করেই আউট হয়ে যান ফ্লেচার।
সঙ্গীকে হারালেও ব্যাটের গতি কমাননি মিরাজ। তাকে যোগ্য সঙ্গ দেন তিনে নামা মাহমুদুল্লাহ। দলীয় শতরান পার করেন এই দুজন মিলেই। ২১ বলে ৩৪ করে মাহমুদুল্লাহ আউট হলে কিছুটা কমে রানের গতি। মিরাজও আউট হয়ে যান ৪৮ বলে ৬৯ রান করেই।
এরপর করিম জানাতের ২৫ বলে ৩৩ আর ভানুকা রাজাপাকসের ১০ বলে ১৭ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে বরিশাল। রংপুরের হয়ে দুই উইকেট নেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা, আর একটি উইকেট নেন রাকিবুল হাসান।
এমআই