আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ভয়াবহ থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮ লাখ ৮৫ হাজার ৬০৪ জন মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত করা গেছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২ লাখ ১২ হাজার ৫১ জন। মারা গেছেন ৩১ লাখ ৬৩ হাজার ৪৯৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ৮২ লাখ ৬০ হাজার ২৭৭ জন।
বর্তমানে আক্রান্তের মধ্যে এক কোটি ২০ লাখ পাঁচ হাজার ৭৩৫ জন অর্থাৎ ৯৯ দশমিক ৪ শতাংশের অবস্থা ভালো। আর শূন্য দশমিক ৬ শতাংশ অর্থাৎ এক লাখ ১০ হাজার ৭৭৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জনের।
এরপরে যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, ইতালি ও স্পেন। আর বাংলাদেশ রয়েছে ৩৩ তম স্থানে।
সময় জার্নাল/আরইউ