লাবিন রহমান:
বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষে প্রতিষ্ঠিত সংগঠন আমাদের গল্পঘর 'আলোর পথে উল্লাসে মাতি' এই শ্লোগান নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে।
কেন্দ্রীয় কচি- কাঁচার মেলা মিলনায়তনে শনিবার বিকেলে এই অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীকে আজীবন সম্মাননা দেয়া হয়।
এছাড়া সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখায় সম্মাননা স্মারক দেয়া হয় দেশে বিদেশে অবস্থানরত গুণীজনদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা। কবি রেজাউদ্দিন স্টালিন, এটিএন বাংলার সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ, লেখক ও কলামিস্ট জয়নুল আবেদিন বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন আমাদের গল্পঘরের প্রতিষ্ঠাতা পরিচালক দিলশাদ জাহান খান।
পরে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন আমাদের গল্পঘর ও এর বন্ধু সংগঠনের শিল্পীরা।
সময় জার্নাল/এলআর