মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাটির নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছে।
নিহত মো.আলী হোসেন (৩২) উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের অম্বরনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের অম্বরনগর গ্রামের চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার অম্বরনগর গ্রামের ওসমান আলী চৌকিদার বাড়ির সামনে একটি ব্রীজের কাজ চলছিল। ওই ব্রীজে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করত আলীসহ ৮-১০ জন শ্রমিক। গতকাল বৃহস্পতিবার তারা দুপুর ৩টার দিকে মাটি কাটার কাজ শেষে বাড়ি ফিরে যান।
এরপর সন্ধ্যার দিকে তারা ব্রিজের নিচ থেকে রডের টুকরো কুড়িয়ে নিতে আসে। ওই সময় উপর থেকে মাটি পড়ে চাপা পড়েন আলী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশকে না জানিয়ে নিহত শ্রমিকের মরদেহ দাফন সম্পন্ন করা হয়। তবে এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
সময় জার্নাল/এলআর