নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকলেও ধীরে ধীরে কমে আসছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মশাবাহী রোগটি নিয়ে নতুন করে কেউ হাসপাতালে ভর্তি হয়নি। এতে দীর্ঘসময় পর ডেঙ্গু রোগী শূন্য একটি দিন দেখল বাংলাদেশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি। একই সময়ের মধ্যে নতুন করে কেউ হাসপাতাল থেকে ছাড়পত্রও পাননি।
এমআই