নিজস্ব প্রতিবেদক:
১৭ ফেব্রুয়ারী হেমায়েতপুর লাজপল্লী কনভেনশন হলে বৃহত পরিসরে দেশের অন্যতম কার্যকর ডেন্টাল সংগঠন " বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স" এর কার্যনির্বাহি কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
জাকজমকপূর্ণ এ আয়োজনে সকল সদস্যরা তাদের পরিবার সহ দিনব্যাপী স্মরণীয় সময় কাটান ।
সভাপতি ও মহাসচিব পদে যথাক্রমে পাইওনিয়ার ডেন্টাল কলেজের সভাপতি ডা: মো: রকিবুল হোসেন রুমী ও কলাবাগান রাজ ডেন্টালের প্রতিষ্ঠাতা ডা: মো: আসাফুজ্জোহা রাজ মনোনিত হন।
এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে বিশিষ্ট মেডিসিন বিষেশজ্ঞ অধ্যাপক এবিএম আব্দুল্লাহ্ ও উপদেষ্টা হিসাবে ডা: মোশাররফ হোসেন খন্দকার, অধ্যাপক আকরাম পারভেজ, অধ্যাপক: মো: শফিউল্লাহ্, ডা: ওহায়েদুজ্জামান তমাল, অধ্যাপক জালাল উদ্দিন, সহসভাপতি পদে অধ্যাপক লাবুদা সুলতানা ও ডা: মো: রবিউল ইসলাম রবি, যুগ্ম মহাসচিব ডা: সুজয় দাস গুপ্ত ও ডা: সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা: সাজেদুল আসিফ , সহ সাংগনিক সম্পাদক ডা: সাইফুল্লাহ্ সারোয়ার, কোষাধক্ষ্য ডা: শামসুজ্জামান বাবু ও সহ কোষাধক্ষ্য ডা: শফিউর রহমান পরাগ,
এছাড়াও ডা: মুমিনুল হক, ডা: মামুনুর রশীদ, ডা: নিতিশ কৃষ্ঞ দাস, ডা: মুমাশ্বির উল হক, ডা: ফয়সাল সোলায়মান, ডা: শামীম সুলতানা, ডা: নাছিমা খান, ডা: হারুনুর রশীদ, ডা: আয়েশা আক্তার, ডা: সামসুননাহার, ডা: সৈয়দ মোসহাব আলী, ডা: ফজলে রাব্বী, ডা: সারোয়ার বিপ্লব, ডা: সালসাবিল ইবনে শামীম, ডা: মোহাম্মদ শহীদুল্লাহ্ সফী, ডা: রোমান খাঁন, ডা: আতাউল্লাহ্, ডা: সানজিদা উর্মী, , ডা: তৌকির হাসান প্রিয়, ডা: সারোয়ার বিপ্লব, ডা: দেব্রবত নাথ, ডা: তানজিম, ডা: নবীন, ডা: পরশ, ডা: ইকরাম, সহ আরো অনেকে গুরুত্বপূর্ণ পদে মনোনিত হন। পুর্নাঙ্গ কমিটির সকল সদস্য এক সাথে বিএফডিএস কে আরো শক্তিশালী করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এমআই