ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ৩ নং নতুন ভবনের ক্লাস ও অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্যতা রেখে পরিবহন ব্যবস্থার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত এই সিদ্ধান্ত (২২ ফেব্রুয়ারি বুধবার) থেকে কার্যকর করা হবে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে পরিবহন দফতরের প্রশাসক মোঃ শওকত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের নিম্নেক্ত সময়সূচি অনুযায়ী শাটল সার্ভিস ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হলো: পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, নতুন বাজার হতে স্থায়ী ক্যাম্পাস বাসস্ট্যান্ড পর্যন্ত সকাল ৭টা ১৫ মিনিট, সকাল ৮টা ১৫ মিনিট, সকাল ৯টা,দুপুর ১২টা ৩০ মিনিট, বিকাল ২টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ১৫ মিনিটে বাসগুলো ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।
ছাত্র-ছাত্রীদের বাসগুলো স্থায়ী ক্যাম্পাস হতে নতুন বাজার সকাল ১১ টা ৪৫ মিনিট, বিকাল ৪টা ২০ মিনিট, ৫টা ১৫ মিনিট, ৬টা ১৫ মিনিট, এবং সর্বশেষ ৮ টা ১৫ মিনিটে স্থায়ী ক্যাম্পাস বাস স্ট্যান্ড হতে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
এছাড়া পান্থপথ সিগনাল স্থায়ী ক্যম্পাস পর্যন্ত সকাল ৭টা, খামারবাড়ি (গোল চত্বর) হতে স্থায়ী ক্যাম্পাস পর্যন্ত বিকাল ৪ টা হতে নির্দিষ্ট স্টপেজগুলো থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। খামারবাড়ি (গোল চত্তর) বিকাল ২টা ও সর্বশেষ রাত ৮টা ১৫ মিনিট হতে বিশ্ববিদ্যালয় থেকে বাস ছেড়ে যাবে।
প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ৩নং ভবনের শিক্ষার্থীদের সুবিধার্থে সময়সূচি কার্যকর নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সপ্তাহের সোমবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং বাকি দিনগুলো উল্লেখিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাস চলবে।
সময় জার্নাল/এসএম