বুধবার, ফেব্রুয়ারী ২২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বন্দরে রাশিয়ার জাহাজ প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় পড়ে থাকা কয়েক ডজন রাশিয়ান জাহাজকে বাংলাদেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশে বাধা দেওয়া হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, তারা মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেছে- ‘রাশিয়ান জাহাজকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার পদক্ষেপ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে।’
প্রসঙ্গত, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম বর্তমানে পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। ঢাকা মস্কোর কাছে অনুরোধ করেছে, এই বিদ্যুৎকেন্দ্রের জন্য সরঞ্জাম সরবরাহে যেন এমন জাহাজ ব্যবহার করা হয় যেটার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
এমআই