নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে এই দুর্ঘটনায় দোতলা ভবনের দ্বিতীয় তলায় থাকা মোট তিনজন দগ্ধ হন বলে জানান গেন্ডারিয়া থানার এসআই আব্দুল কাদের।
তারা হলেন— মো. মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের সন্তান মেজবাহ উদ্দিন (২৮)।
তাদের মধ্যে মেজবাহ শুক্রবার দুপুর ১টায় মারা গেছে বলে জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার।
ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, মেজবাহর শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। পাশাপাশি শ্বাসনালীও পুড়ে গেছে। তাকে প্রায় মৃত অবস্থায় আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দুপুর ১টায় মৃত ঘোষণা করি।
দুর্ঘটনার বর্ণনায় এসআই কাদের বলেন, একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হলে বাসার বারান্দায় থাকা আইপিএসও বিস্ফোরণ হয়ে বাসায় আগুন লেগে যায় বলে জানতে পেরেছি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, রাত ২টা ১০ মিনিটে গেন্ডারিয়ায় একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় বাসায় আগুনের খবর পাই। গিয়ে আমরা দ্বিতীয় তলার চারটি কক্ষেই আগুন দেখতে পাই। আমাদের দুইটি ইউনিট কাজ করে রাত ২টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে ওই বাসার তিনজনের দগ্ধের তথ্য শুনতে পেলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায় বলে জানান লিমা খানম।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হাসপাতালে চিকিৎসাধীন মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমা বেগমের ৫৫ শতাংশ পুড়েছে।
এমআই