লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার রামগতিতে মেঘনার ভাঙন কবলিত অসহায় রোজাদারদের মাঝে আবারও ইফতার সামগ্রী বিতরণ করেছে নদী ভাঙন নিয়ে আন্দোলনরত সামাজিক সংগঠন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার জনতা বাজার নদীপাড়ে দেড় শতাধিক মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মঞ্চের সংগঠক জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন শাকিল, মো. রাকিব, মো. বাশার, মো. আলআমিন, জাকির হোসেন পাটওয়ারী, মো. সুমন, মো. ইমন, মো. রিয়াজ, মো. হিমেল, তানভীর হাওলাদার, সৌরভ, পারভেজ,আকরাম, মো. মুকিব, আরিফ, শাকিলসহ প্রমুখ।
সংগঠনের আহবায়ক, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান জানান, কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের উদ্যোগে ধারাবাহিক ইফতার বিতরণের আজকে দ্বিতীয় ধাপ বিতরণ সম্পন্ন হয়েছে। মহামারি ও লকডাউনের এ সময়ে সারা দেশের সাধারণ মানুষ কষ্টে আছে। তবে নদী ভাঙনের কারণে রামগতি ও কমলনগরের মানুষ বেশি অসহায়। একদিকে নদী ভাঙনে নি:স্ব অন্যদিকে লকডাউনে কর্মহীন। তাই সারাদেশের সচ্ছল হৃদয়বান ব্যক্তিগণকে রামগতি কমলনগরের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মঞ্চের পক্ষ থেকে আহবান জানাচ্ছি।
আরও পড়ুন : কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের উদ্যোগে ইফতার বিতরণ
সময় জার্নাল/এসএ