মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

টানা দ্বিতীয় দিনের মতো মৃ্ত্যু-আক্রান্ত বেড়ে চলেছে

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৩
টানা দ্বিতীয় দিনের মতো মৃ্ত্যু-আক্রান্ত বেড়ে চলেছে

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে টানা দ্বিতীয় দিনের মতো আক্রান্ত ও মৃত বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৩১ হাজার ৪৯৫ জন। মারা গেছে এক হাজার ৮২২ জন মানুষ।

গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিল এক লাখ ৪২ হাজার ১৯৯ জন মানুষ। মারা গিয়েছিল ৮৮৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৫৫০ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৯৪ হাজার ৩৯৯ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৫৫৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৪০৪ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৪৩ হাজার ৭৬০ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৪৫০ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৬১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৫৪৮ জন। আর মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৮২৯ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮০ লাখ ৬৮ হাজার ৯১২ মানুষ। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৭ হাজার ৬০৪ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৩২৮ জন। মারা গেছে ছয় লাখ ৯৮ হাজার ৩৮১জন মানুষ।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল