মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহী ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ইমরান হোসেন নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামের লিয়াকাতের দোকানের সামনে এই ঘটনা ঘটে।
এঘটনায় মটরসাইকেল আরোহী নিহত ইমরানের বন্ধু নয়ন হোসেন গুরুতর আহত হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার (ওসি) নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত পুলিশ সদস্য ইমরান হোসেন (৩০) সাতক্ষীরার কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে। তিনি রাঙ্গামাটি জেলার তোগলছুড়ি থানায় কর্মরত ছিলেন। আহত ইমরানের বন্ধু নয়ন হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার উপ পরিদর্শক নাজমুল হোসেন জানান, পুলিশ সদস্য ইমরান হোসেন তার বন্ধু নয়নকে সাথে নিয়ে মোটরসাইকেলে শংকরপুর থেকে সিংহনাল বাজারের দিকে যাচ্ছিলেন। পতিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে শংকরপুর গ্রামের লিয়াকাতের দোকানের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিভর্তি ডম্পাার ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই নিহত হন পুলিশ সদস্য ইমরান হোসেন।
নিহতের বাবা মানায়েম হোসেন জানান, ১০দিনের ছুটিতে ইমরান হোসেন দু’দিন আগে বাড়িতে এসেছিল। সকালে বন্ধুকে সাথে
নিয়ে সিংহনাল বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। মাটিবাহি এই ডাম্পার ট্রাকের জন্য সড়কে চলাচলকারি পথচারীদের
সময় অতঙ্কে থাকতে হয়। তিনি এঘটনা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এমআাই