আসাদুজ্জামান:
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে তরুণ লেখক, শুভ দ্বীপের ৩য় বই "কাব্যিক" (কাব্যগ্রন্থ) । বইটি প্রকাশ করেছে প্রতিবিম্ব প্রকাশনী৷ পরিবেশনায় আইডিয়াল ও পাতা প্রকাশনী।
শুভ দ্বীপের জন্ম ও বেড়ে ওঠা গাইবান্ধা জেলায়৷ বর্তমানে পড়া লেখা করছেন কারমাইকেল কলেজে অর্থনীতি বিভাগে।
লেখকের প্রথম বই ঘোলাটে চোখ (২০২০) এবং দ্বিতীয় বই পৃষ্ঠায় সমাপ্ত (২০২১) সালে প্রকাশিত হয়।
লেখক শুভ দ্বীপ বলেন, কাব্যিক আমার একান্ত ব্যক্তিগত জীবনের অনুভূতি নিয়ে একটা কাব্যগ্রন্থ। যা আমার চারপাশে ঘটে যাওয়া সম্পর্ক, সমস্যা, প্রেম, আত্মহত্যা, প্রতারণা, মুদ্রাস্ফীতি নিয়ে রচিত একটি বই।
বইয়ের পৃষ্ঠা চার ফর্মায় ৬৪টি পেজে ৫১ টি কবিতা রয়েছে। বইয়ের মুদ্রিত মূল্য ১৫০ টাকা৷ অমর একুশে বইমেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে বইটি আইডিয়াল এবং পাতা প্রকাশনী থেকে সংগ্রহ করা যাবে।
বইটি মেলায় আইডিয়াল প্রকাশনীর ৫০৭ এবং পাতা প্রকাশনীর ৫১০ নং স্টলে পাওয়া যাবে৷
এমআই