এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
সারাদেশে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি পাঠ্যপুস্তক থেকে ধর্ম জাতীসত্বা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরের ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবিতে ইসলামী আন্দোলন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (২৪ ফেব্রæয়ারি) শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশি বাসষ্ট্রান্ডে প্রতিবাদ সভায় বক্তাব্য রাখেন উপজেলা শাখার সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা এইচএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজুল কবির খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আসাদুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন পঞ্চকরণ ইউনিয়নের সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. মুজাহিদুল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি মো. আব্দুল্লাহ আল নাইম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন নেতা মো মঞ্জুরুল ইসলাম।
এমআই