আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় দুই যুগ আটক রাখার পর কুখ্যাত গুয়ান্তানামো বে সামরিক কারাগার থেকে পাকিস্তানি দুই ভাইকে মুক্তি দিয়েছে। তারা পাকিস্তানে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে।
আবদুল রাব্বানি (৫৫) ও মোহাম্মদ রাব্বানি (৫৩) নামের ওই দুই ভাই শুক্রবার ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করেন।
পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার কমিটির চেয়ারম্যান সিনেটর মুশতাক আহমেদ খান টুইটারে তাদের মুক্তির কথা জানিয়ে বলেন, তারা 'নির্দোষ হয়েও ২১ বছর গুয়ান্তানামো কারাগারে বন্দী ছিলেন।'
তিনি আরো বলেন, 'কোনো বিচার হয়নি, আদালতে উত্থাপন করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাদের মুক্তিকে অভিনন্দন জানাচ্ছি।'
তিনি পরে এপিকে জানান, দুই ভাইকে করাচিতে পাঠানো হচ্ছে। সেখানে তারা তাদের পরিবারের সাথে বসবাস করবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর কিউবায় মার্কিন ঘাঁটি গুয়ান্তানামো বে কারাগার স্থাপন করেন।
এই দুই ভাইকে পাকিস্তান কর্তৃপক্ষ ২০০২ সালে করাচি থেকে গ্রেফতার করে মার্কিন হেফাজতে পাঠায়। তাদের বিরুদ্ধে আল-কায়েদা সদস্যদের আশ্রয় প্রদান এবং ছোটখাট সহায়তা করার অভিযোগ আনা হয়েছিল।
দুই ভাই অভিযোগ করেছেন, গুয়ান্তানামো কারাগারে স্থানান্তরের আগে সিআইয়ের হেফাজতেও তাদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। গুয়ান্তানমো কারাগারে নির্যাতনের প্রতিবাদে অনশনও করেছিলেন তারা।
গুয়ান্তানামো বে কারাগারে সর্বোচ্চ অবস্থায় ২০০৩ সালে প্রায় ৬০০ ব্যক্তি আটক ছিলেন। যুক্তরাষ্ট্র তাদেরকে 'সন্ত্রাসী' বিবেচনা করত।
পাকিস্তানি দুই ভাইকে নিয়ে গুয়ান্তানামো বে কারাগার থেকে মোট ৩২ জনকে মুক্তি দেয়া হলো। এদের মধ্যে ১৮ জন হস্তান্তরযোগ্য বলে ঘোষণা করা হয়। এছাড়া তিনজনের ব্যাপারে রিভিউ করা হতে পারে, নয়জন মার্কিন সামরিক কমিশনে বিচারাধীন রয়েছেন। আর দুজন দোষী সাব্যস্ত হয়েছেন।
সময় জার্নাল/এলআর