ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগ নেত্রী কর্তৃক ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে হল প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি। তদন্তে প্রমাণিত হয়েছে ঘটনার সত্যতা। ফলে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে হল থেকে বহিষ্কার ও আবাসিকতা বাতিল করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় হল বডির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃতদের আগামী ১লা মার্চ দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া, আইন বিভাগের একই শিক্ষাবর্ষের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী।
নির্যাতনের ঘটনায় গঠিত হয়েছিল আরও তিনটি তদন্ত কমিটি। এরমধ্যে গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি। সেখান থেকে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে হাইকোর্টে। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে বিচার বিভাগীয় তদন্ত কমিটি জেলা প্রশাসকের নিকট প্রতিবেদন জমা দিয়েছেন গত শনিবার। এবং ছাত্রলীগের গঠিত কমিটিও তদন্ত প্রতিবেদন কেন্দ্রে জমা দিয়েছেন।
এমআই