মুহাঃ জিললুর রহমান, সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরায় নানা আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়াামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, র্যালি ও আলোচনা
সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি তহমিনা রহিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎসনা আরা’র সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাএব উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্ প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমআই