সর্বশেষ সংবাদ
‘তোশাখানা মামলা’য় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: এফ-৮ করাচি আদালতটি ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে অবস্থিত। ইসলামাবাদের অধিকাংশ সেশন আদালতের অবস্থান এই কমপ্লেক্সে।জুডিশিয়াল কমপ্লেক্সের তিনটি আদালতে চলছে ইমরানের বিরুদ্ধে দায়ের করা প্রধান চারটি মামলার বিচার কার্যক্রম। কমপ্লেক্সের ব্যাংকিং আদালতে চলছে নিষিদ্ধ তহবিল গ্রহণ বিষয়ক মামলার বিচার, অ্যান্টি টেরোরিজম আদালতে চলছে সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা বিষয়ক মামলার বিচার এবং এফ-৮ করাচি সেশন আদালতে চলছে তোশাখানা ও হত্যাচেষ্টার মামলার বিচারিক কার্যক্রম। তিন আদালতে চলমান চারটি মামলাতেই নিজের আইনজীবীদের মাধ্যমে আগাম জামিনের আবেদন করেছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান; এবং জামিন আবেদনগুলোর ওপর শুনানির নির্ধারিত দিন ছিল আজ মঙ্গলবার। পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ব্যাংকিং ও অ্যান্টি টেরোরিজম আদালতের জামিন আবেদনের শুনানিতে উপস্থিত ছিলেন ইমরান খান। সে দু’টি মামলায় তার জামিন মঞ্জুরও করেছেন আদালত। তারপর আইনজীবীদের পরামর্শে আরেকটি মামালার শুনানিতে উপস্থিত থাকার জন্য জুডিশিয়াল কমপ্লেক্স ছেড়ে ইসলামাবাদ হাইকোর্টে উদ্দেশে রওনা হন পিটিআই চেয়ারম্যান। সময় জার্নাল/এসএসপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে প্রধান বিরোধী নেতা ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের এফ-৮ করাচি আদালত এই পরোয়ানা জারি করেন। ‘তোশাখানা মামলা’য় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
এ বিভাগের আরো
মধ্যপ্রাচ্য সংকট
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল