স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম অর্ধশতক ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্ত। অপরপ্রান্তের আসা-যাওয়ার মিছিলে দাঁড়িয়ে একপ্রান্ত আগলে রেখে এক দিনের ক্রিকেটের এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ৬৭ বল খেলে এই ৫০ রানে পৌঁছান তিনি।
সেই সাথে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে জুটি গড়ে দলের সংগ্রহ এগিয়ে নিয়ে যাচ্ছেন শান্ত। দলের সংগ্রহ এখন ৩১ ওভার শেষে ৪ উইকেটে ১৩৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত আছেন ২৯ বলে ১৫ রানে।
এর আগে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে টাইগাররা। শুরু থেকে অস্বস্তিতে থাকা লিটন দাস আউট হন ১৫ বলে এক ছক্কায় মাত্র ৭ রান করে। আর পাওয়ার প্লের শেষ ওভারে মার্ক উডের বলে স্ট্যাম্প ভাঙার আগে তামিম খেলেন ৩২ বলে ২৩ রানের ইনিংস।
তবে দলের হাল ধরতে পারেননি দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ৩৪ বলে ১৭ রানে আউট হন মুশফিক, তাড়াহুড়ো করতে গিয়ে সাকিব আউট হন ১২ বলে ৮ রান করে।