স্পোর্টস ডেস্ক:
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেনোলার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে বল দখল, আক্রমণ ও ভালো সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত মিলিতাওয়ের আত্মঘাতী গোলে ম্যাচ থেকে ছিটকে যায় লস ব্লাঙ্কোসরা। এই জয়ে কোপা দেল রের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকল জাভি হার্নান্দেজের দল।
এই নিয়ে টানা দুইটি এল ক্লাসিকো জয়ের স্বাদ পেল বার্সেলোনা। এর আগে জানুয়ারিতে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিল বার্সেলোনা।
এদিকে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই বার্সার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেওয়ার সুযোগ পায় তারা। কিন্তু ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ সেই যাত্রায় দলকে এগিয়ে দিতে পারেননি। এরপর দ্বাদশ মিনিটে গোল করেন বেনজেমা। তবে অফসাইডের কারণে বাতিল হয় এই ফরাসি স্ট্রাইকারের গোল।
এর মাঝেই দুই দলের মধ্যে কিছুটা উত্তেজেনা ছড়িয়ে পড়ে। যেখানে হলুদ কার্ডও দেখেন ভিনিসিয়াস জুনিয়র। এরপরই রিয়ালের ভুলে ম্যাচে লিড পায় বার্সেলোনা। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রথম প্রচেষ্টায় বল ঠেকিয়ে দিলেও পরে ফিরতি বল সতীর্থ মিলিতাওয়ের গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে মাতে জাভি হার্নান্দেজের দল।
সমতায় ফিরতে মরিয়া রিয়াল ৪১ মিনিটে দারুণ একটি সুযোগ পায়। তবে টনি ক্রুসের ক্রস পায়ে লাগাতে পারেননি কারভাহাল। প্রথমার্ধের বাকিসময় আর কেউ গোল করতে না পারায় এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় সফরকারী বার্সেলোনা।
বিরতি থেকে ফিরে খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না দলটি। ৫৮তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসের দারুণ চেষ্টা রুখে দেন বার্সার গোলরক্ষক টের স্টেগেন। বাকিসময় রিয়ালের আক্রমণে বার্সার ১০ জনকেই নিচে নেমে আসতে দেখা যায়।
সবশেষ আর ম্যাচে ফেরা হয়নি রিয়ালের। আত্মঘাতী গোলের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়ে কার্লো আনচেলত্তির দলের। আগামী ৫ এপ্রিল রাতে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
এমআই