জায়েদুল ইসলাম, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালীতে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে ‘বৃহত্তর চট্টগ্রাম সমিতি'। নোয়াখালীতে অবস্থিত চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের পেশাজীবীদের নিয়ে এই সমিতির প্রাথমিকভাবে পথচলা শুরু হয়েছে।
সম্প্রতি নোয়াখালীর ফুড ফিয়েস্তা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় ১৩ সদস্যবিশিষ্ট এই সমিতি গঠন করা হয়। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেলের প্রফেসর ডা: স্বপন দাশ কে আহ্বায়ক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়াকে সদস্য সচিব করে গঠিত কমিটি ইতোমধ্যে সাংগঠনিক কাজ শুরু করেছে।
বৃহত্তর চট্টগ্রাম সমিতিতে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে নুরুল আমিন, হারুনুর রশীদ, সাইদুল ইসলাম, ড. শিপন দাস গুপ্ত, শেখ রাসেল, রেজাউল করিম, মো: ইদ্রিস, প্রমোজ চৌধুরী ও সূবর্ণা বিশ্বাস উপস্থিত ছিলেন।
সভায় ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন পিবিআই পুলিশ ইন্সপেক্টর মোঃ ফিরুজ উদ্দিন চৌধুরী, পিবিআই পুলিশ ইন্সপেক্টর মোঃ মহিদুল আলম, চাটখিল থানা পুলিশ পরিদর্শক মোঃ আবু জাফর, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জুলকার নাঈম, সহকারী জাজ পলাশ বর্মন, পিবিআই ইন্সপেক্টর সৈয়দ মোঃ নুর সহ আরো অনেক।
উল্লেখ্য, এই সংগঠন নোয়াখালীতে সরকারি/ বেসরকারি চাকরিজীবী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, ব্যাংকার, শিক্ষক সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চট্টগ্রামের একটি পেশাজীবী সংগঠন।
সময় জার্নাল/এলআর