এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) বিকেলে শহরের খোদাবক্সরোড সংলগ্ন আঙিনা ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার বৈঠাখালী এলাকার ইনজামুল (৩০)। কিন্তু অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেল যোগে দুই যুবক নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে শহরের খোদাবক্স রোড সংলগ্ন আঙিনা ব্রীজের ওপর পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের টিম পাঠানো হয়েছে। ট্রাকটি ও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সময় জার্নাল/এলআর